ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে শোকাবহ ১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে সুর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, কলোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর জীবনীর উপর ভার্চুয়াল পদ্ধতিতে জুম্এ্যপের মাধ্যমে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ,অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, এতিমখানায় পবিত্র কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার পরিবেশন,স্বাস্থ্যবিধি মেনে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ছিল অন্যতম। শনিবার ( ১৫ আগস্ট) সকাল সাড়ে নয় টা থেকে শুরু হয় উপজেলা পরিষদ চত্ত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। প্রথমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে স্বাস্থ্যবিধি মেনে¡ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটোয়ারী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সহ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন। জানাগেছে, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালেও পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুত্র জানায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |     ‘আয় বাঙ্গালি খাই বাঙ্গালি’ মেহেরপুরের গাংনীতে ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন     |