ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিহাতীতে আ’লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৪

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বুধবার (২০ জানুয়ারি) বিকালে পদ-পদবীকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের দু’গ্রুপে ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা আ’লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সহ চার নেতাকর্মী আহত হয়েছেন। ফলে ওই ইউনিয়নের সম্মেলন পন্ড হয়ে যায়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বুধবার দুপুরে গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারির উপস্থিতে সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিল শুরু করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ পদ-পদবী নিয়ে স্থানীয় নেতাকর্মীরা বিতর্কে জড়িয়ে পড়ে। কাউন্সিলররা উপজেলা আ’লীগের সদস্য ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার এবং স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হাই আকন্দের(ছোট হাই) পক্ষে দু’ভাগে বিভক্ত হয়ে বিতর্কে জড়ায়। সমুহ সংঘর্ষের আশঙ্কায় জেলা-উপজেলার অতিথিরা সম্মেলন স্থগিত করেন। নেতৃবৃন্দ চলে যাওয়ার পর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের উপর স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হাই আকন্দের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এবিষয়ে সভাপতি পদপ্রার্থী ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সভাপতি পদে তিনি সহ চারজন প্রার্থী ছিলেন। সংসদ সদস্য সহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ সভাপতি প্রার্থীদের ঐক্যমতে পৌঁছানোর জন্য বলেন। কিন্তু কাউন্সিলররা ভোট করার দাবি জানান।
এক পর্যায়ে হট্টগোল শুরু হলে নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার সময় পেছনে থাকা ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের উপর আব্দুল হাই আকন্দের(ছোট হাই) লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, আ’লীগ কর্মী শহিদুল ইসলাম, মোমিন তালুকদার ও ওবায়দুল ইসলাম তালুকদার গুরুতর আহত হয়।
স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি জানান, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে স্থানীয় কাউন্সিলরদের তালিকা নিয়ে জটিলতা দেখা দিলে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি সম্মেলন স্থগিত করেন। আমরা চলে আসার সংঘর্ষের ঘটনা ঘটে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |