ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে করোনা বিস্তাররোধে ইউএনও’র জনসচেতনামূলক প্রচারাভিযান অব্যাহত

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে করোনা বিস্তাররোধে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র জনসচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রয়েছে। সারাদেশে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারাও গেছেন। পাশাপাশি করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ লক ডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন রাতদিন প্রচারণা চালিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন। সরকারী বিধি নিষেধ অমান্য করে যারা দোকান পাট খোলা রাখছে তাদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ইউএনও’র আন্তরিকতা ও মানবিক পরামর্শ ও নির্দেশনায় জন প্রতিনিধি ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও গ্রাম মহল্লায় স্বেচ্ছাসেবক দল গঠন করে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার আহবান জানান।
আজ মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম উপজেলার সাহারবাটি, ভাটপাড়া, নওয়াপাড়া, মাইলমারী, লক্ষ¥ীনারায়ণপুর ধলা, টেংরামারী, হিন্দা,হিজলবাড়ীয়া, মালসাদহসহ বিভিন্ন গ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সরকারী বিধি নিষেধ, মাস্ক ব্যবহার, ও সামাজিক দুরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করতে অভিযান পরিচালিত হয়। বিশেষ করে গ্রামের চা দোকানগুলো থেকে বাঁশের মাচা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং একসাথে একের অধিক লোকজন বসে আড্ডা না দিতে পরামর্শ দেন।
ইউএনও মৌসুমী খানম আরও বলেন আপনারা সরকারী বিধি নিষেধ মেনে চলেন। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন,অকারনে বাড়ীর বাইরে না যাওয়াই ভালো।সাংসারিক প্রয়োজনীয় পণ্য বিক্রয় করতে পারবেন তবে দোকান খুলে রাখবেন না। বিক্রয় শেষ হলে দোকানের সার্টার নামিয়ে রাখবেন। আপনাদের খাদ্য সহায়তা দিতে সরকার পাশে রয়েছে। তিনি পথচারী ও যানবাহনে চলাচল কারী সকলকে মাস্ক ব্যবহার ও ঘরে ঘরে অবস্থান করারও পরামর্শ দেন। তিনি গ্রামের দোকানপাট বন্ধ রাখা ও করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের সম্যক ধারণা তৈরী হওয়ায় সন্তোষ প্রখাশ করেন।
এসময় ব্যাটালিয়ন আনসার বাহিনীর হাবিলদার আব্দুল বারেক সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।এছাড়াও অফিসের সরকারী কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |