ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে গরীবের ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস করোনা মুক্ত। কৃতজ্ঞতা প্রকাশ

আমিরুল ইসলাম অল্ডাম গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : গাংনীতে গরীবের ডাক্তার নামে খ্যাত ডা. অশোক চন্দ্র বিশ্বাস করোনা মুক্ত হয়েছেন। কুষ্টিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি ল্যাব সুনিতা রানীর স্বামী অশোক চন্দ্র বিশ্বাস করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ইতোমধ্যে মেডিকেল টেকনোলজি ল্যাব সুনিতা রানীর করোনা পরীক্ষার জন্য নমুনাতেও নেগেটিভ রিপোর্ট এসেছে।করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তিনি স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী, শুভানুধ্যায়ী সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
গাংনী র‌্যাব ক্য¥্ম্প পাড়ার স্বর্গীয় শচীন চন্দ্র বিশ্বাসের ছেলে অশোক পেশাগত দায়িত্ব পালনকালে গরীব অসহায় মানুষের পাশ্ েথেকে মানুষের মমত্ব, ভালবাসা অর্জন করে বর্তমানে গরীবের স্বজন এমনকি মানব দরদী হয়ে গেছেন।বিনয়ী , মার্জিত, সদা হাস্য অশোক জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মন জয় করে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। তিনি গরীব রোগীদের সেবা দিয়েও কোন ফিস নেন না। তিনি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |