ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে লক ডাউনে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে লক ডাউন ঘোষনা করায় কর্মহীন বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে পড়েছে বেকায়দায়। অনেকের ঘরেই খাদ্য সংকট দেখা গেছে। এসব কথা বিবেচনা করে করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্র্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। আজ শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নং ফোন করে যারা আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্য খাদ্য (ত্রাণ) সামগ্রী প্রদান করা হয়। আবেদনের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন ইউপির ১৩০ জন উপকার ভোগীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
গাংনী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীও সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা ও গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ্ ।
প্রধান অতিথি বলেন, জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করা, হাত মুখ ধৌত করা এবং মাস্ক ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন আপনারা করোনা ভাইরাসে আতঙ্কিত হবেন না। বিধি নিষেধ মেনে চলাফেরা করলে বেশীরভাগ লোক সুস্থ হয়ে উঠছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, সরকার যেমন আপনাদের খাদ্য সংকটে সহায়তা করছেন। তেমনি আমাদের কে সরকারী বিধি নিষেধ মানতে হবে। এসময় পিআইও অফিসের স্টাফ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |