ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর কাজীপুর ইউনিয়ন পরিষদ। অতিরিক্ত টাকা ছাড়া যেখানে কাজ হয়না। সচিব ও ইউডিসি’র বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ৩ নং কাজীপুর ইউনিয়ন পরিষদে অতিরিক্ত টাকা ছাড়া কোন নাগরিক বা তথ্য সেবা পাওয়া যায় না। ইউপি সচিব আব্দুর রহমান ও তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা (ইউডিসি) এর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তুলে সম্প্রতি কাজীপুর ইউপির কয়েকজন সদস্য (মেম্বর) এবং কাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অভিযোগ গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপির সচিব আব্দুর রহমান নিজেকে ইউনিয়ন পরিষদের কর্তাবাবু মনে করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ সহ সংশ্লিষ্ট মেম্বরদের সাথে অসদাচরণ ও অশোভন ব্যবহার এমনকি গালিগালাজ করে থাকে। সাধারণ জনগন ক্ষুব্ধ ,কোন সেবা নিতে আসলে তাদের সাথে খারাপ আচরণ, অতিরিক্ত টাকা গ্রহনসহ থাকে হয়রানি করে।একইভাবে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উদ্যোক্তা (ইউডিসি) মশিউর রহমান সচিবের যোগসাজশে নানা ভাবে গ্রাহক হয়রানি ও নাম সংশোধন, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট ইত্যাদি নিতে আসলে নানা অযুহাতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছ্।ে
ভুক্তভোগী কাজীপুর ইউপির পীরতলা গ্রামের মৃত ছুরমান মন্ডলের ছেলে আব্দুল আলিম জানান, আমি পরিষদে বয়স সংশোধন করতে আসলে নানা সমস্যা দেখিয়ে ২ হাজার ১ শ’ টাকা হাতিয়ে নিয়েছে ইউডিসি মশিউর রহমান। আমার মত অনেকের নিকট থেকে হাজার টাকা হাজার টাকা নিয়েও হয়রানি করছে।
এসব অভিযোগ নিয়ে আলাপকালে ্ইউপি সচিব আব্দুর রহমান জানান, আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ইউপিতে আমি প্রায় ৬ বছর যাবৎ কর্মরত রয়েছি। মেম্বর বা রাজনৈতিক নেতারা নীতিবহির্র্ভূত জোরপূর্বক কাজ করাতে চাই । আমি এসব অবৈধ কাজ করতে রাজী না হলে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি কখনও নীতিমালার বাইরে টাকা গ্রহন করি না। মেম্বররা আমাকে দিয়ে ফায়দা লুটতে পারছেন না বলে আমাকে বদলী ও অপসারণের ষড়যন্ত্র করছেন।
স্থানীয়রা অনেকেই অভিযোগ তুলে বলেন,সচিবের কথামত ইউডিসি মশিউর রহমান ইচ্ছা করেই নাম , ঠিকানা ভুল করে নানা সনদ দিয়ে পরবর্তীতে সংশোধন করার নামে অতিরিক্ত টাকা নিয়ে থাকে।
জানা গেছে, সচিব আব্দুর রহমান ও ইউডিসি মশিউর রহমানের দুর্নীতি ও দোষী হিসাবে তাদের দুজনকে ইউনিয়ন থেকে অপসারণ অথবা বদলীর দাবিতে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ, সদস্য মনিরুল ইসলাম, ৩ জন মহিলা সদস্য পারভীনা আক্তার, দিল আফরোজ বুলু ও বেদেনা খাতুন ও ইউনিয়ন আ.লীগের সেক্রেটারী হাফিজুল ইসলাম ইউএনও বরাবর দরখাস্ত দিয়েছেন।
এব্যাপারে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ জানান, সরেজমিনে তদন্ত করে আলোচিত সচিব ও ইউডিসির বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং দুর্নীতিবাজ ২ জন কে পরিষদ থেকে অপসারণ বা বদলী করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |