ঘাটাইলে কাগপত্র বিহীন ইটভাটা পরিচালনার দায়ে মালিককে জরিমানা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে অবৈধভাবে কাগজত্রবিহীন ভাবে ইটভাটা পরিচালনার দায়ে আরএসএম ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এই আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, দেউলাবাড়ি ইউনিয়নের আরএসএম ইটভাটা কর্তৃপক্ষ ভাটা পরিচালনার বৈধ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।