ঘাটাইলে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে- এ শ্লোগান নিয়ে ঘাটাইলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিসদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানিয় সংসদ সদস্য আতাউর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র শহীদুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম প্রমুখ।