ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: রোববার সকাল ৯টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খসরু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বীর ঘাটাইল পুর্বপাড়ার রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানায় সকাল ৯টায় রুস্তম আলীর ছেলে খসরু পার্শ্ববর্তী বীল থেকে বিদ্যুতের লাইন দিয়ে পানি আনার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পরলে জ্ঞান হারিয়ে ফেলে।
এ সময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।