ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে ৬টি মামলার আসামী নৌ-পথের চাঁদাবাজ ইদন মিয়া গ্রেফতার।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের ছাতকে নৌ-পথের ছিনতাইকারী ইদন মিয়া (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে পৌরশহরের শিবটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার বাগবাড়ি মহল্লার আবদুর রশিদের ছেলে। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গেল মঙ্গলবার রাত ৮টার দিকে ইদন মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধরা শহরের রইছ বোডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর উপজেলার আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে এক হাজার টাকা চাঁদা দাবী করে।
চাঁদা না দেয়ায় সহযোগীদের নিয়ে ওইদিন রাত ৩টার দিকে নৌ-যানে হামলা করে ৫টি মোবাইলসহ নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে ইদন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে সাথে ছিলেন এএসআই মহিউদ্দিন। ইদনের বিরুদ্ধে চাঁদাবাজী, চুরি, ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |