ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতক থানায় হেফাজত ইসলামের হামলায় ৯৪ জনের নামসহ ৯০০ জনের বিরুদ্ধে মামলা

আরিফুর রহমান মানিক ছাতক,সুনামগঞ্জ: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাও. মামুনুল হক আটকের সংবাদ পেয়ে ছাতক থানায় মামুনুল হকের অনুসারী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গতকাল শনিবার রাতে বিক্ষোভ মিছিল করে হামলা ও ভাংচুর করেছে। থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় রবিবার বিকেলে একটি মামলা (নং-০৫) দায়ের করা হয়েছে। ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ঘটনার সময়ে আটক ৯ জন সহ ৯৪ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৯০০জনকে আসামি করা হয়েছে। মিছিলকারীরা শনিবার রাতে হামলা করে থানার সেবা চত্বরে ব্যাপক ভাংচুর করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আটক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ছড়ারপাড় গ্রামের আব্দুল মন্নানের পুত্র জয়নাল আবেদীন (২২), গণেশপুর-বাহাদুরপুর গ্রামের আব্দুল নূরের পুত্র শামছুদ্দিন (২১), জালাল আহমদের পুত্র সুমন আহমদ (১৯), মোঃ আব্দুল্লাহ’র পুত্র মোস্তাফিজুর রহমান ফাইম (১৯), গণেশপুর-নোয়াগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র আলী হোসেন (২৮), রহমতপুর-জামুরা গ্রামের ইমান উদ্দিনের পুত্র রাজন আহমদ (২২), মধ্য-গণেশপুর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র একরাম হোসেন (২০), পৌরসভার মোগলপাড়া এলাকার সমুজ আলীর পুত্র জনি আহমদ (১৯), কোম্পানীগঞ্জ থানার ইছাকলস গ্রামের মৃত আকলুছ মিয়ার পুত্র আবুল হোসেন (৩০) কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |