ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টায় থানায় মামলা : আসামীদের গ্রেফতারের দাবী জানান সচেতন মহল

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টায় থানায় মামলা ও আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। উপজেলার গদখালী ইউনিয়নের সৈয়েদপাড়া গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ ন্যাদা @ ট্যারা ন্যাদা (৩৫), মোহাম্মদ আলীর ছেলে তরিকুল ইসলাম (২০), মোঃ মানিকের ছেলে মোঃ আল আমিন @ কাট বিরাল (২২) কে বিবাদী করিয়া একই গ্রামের আলী আকবরের ছেলে বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪/১/২১ ইং তারিখ বিকাল সাড়ে ৩টায় গদখালী সৈয়দপাড়া গ্রামের মেয়ে ও নবীবনগর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ১৭ বছরের ছাত্রী তার পড়ার বই জমা দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়। বেলা ৪.৪৫ মিনিটে মাদ্রায় বই জমা দিয়ে বাড়ী ফেরার পথিমধ্যে ৫.৪৫ মিনিটে অত্র থানাধীন সৈয়েদপাড়া গ্রামস্থ জনৈক রমজান গাজীর রাইচ মিলের ২শ গজ দূরে পাঁকা রাস্তার উপর পৌছানো মাত্রই আসামীরা একে অপারের সহযোগীতায় বাদীর মেয়েকে জাপটাইয়া ধরিয়া টানা-হেচড়া কওে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তথন বাদীর মেয়ে চিৎকার চেচামেচি করিলে আসামীরা বাদীর মেয়ের হাত বান্দিয়া রাখে এবং মুখ চাপিয়া ধরিয়া পার্শ্ববর্তী ট্রেন রাস্তার উপর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐসময় তার চিৎকারের স্থানীরা ছুটে আসলে তখন আসামীরা তাকে ফেলে পালিয়ে যায়। থানায় মামলা নং ৫।
ঘটনার বিষয়ে অবগত হয়ে গতকাল বিকালে নির্যাতিতা কিশোরীকে সমবেদনা এবং সাহস যোগাতে, সেইসাথে তারা যেন সঠিক আইনি সহায়তা পেতে পারেন তার জন্য নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ায় ঝিকরগাছা সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক এবং সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্টের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আঃ সবুর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মেজবাহুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে এলাকাব সচেতন মহলের ভিড় জমে যায়। এলাকার সচেতন মহল ঘটনার সাথে জড়িত সকল আসামীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |