ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে  ২১ ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলন করেনি- সরঃপ্রাথমিক বিদ্যালয়      !  

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারির দিনেও দেবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয়নি । অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ‘জাতীয় শহীদ দিবস’। জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এ দিন ভাষা শহীদদের সম্মানার্থে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। কোথাও কোথাও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। তবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দেবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভিন্ন চিত্র। ২১ ফেব্রুয়ারি রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন  হয়নি।  দেবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি পনে ৮ টায় আট টার সময় পৌছায় ৮ টার সময় পতাকা উত্তোলন করছিলাম অর্ধনিমিত করার পর ৷ আমার যে প্যারা শিক্ষক আছে৷ ওকে আমি বলছিলাম আমি তো বিকালে আসবো না তুমি বিকালে পতাকা নামাই দিতে বলি ৷সে স্কুলে প্রাইভেট পড়াচ্ছি না কি, আমাক এখন ধরা খাওয়ায় দিছে ৷প্যারা শিক্ষকের ফোন নম্বর চাইলে ফোন নম্বরটি দিচ্ছি বলে ফোন কেটে দেয় ৷ আবার ফোন দিয়ে বলেন ও ছেলে মানুষ তো ভুল করে ফেলছে ৷ পরে প্রতিনিধির অবস্থান জানতে চাই প্রধান শিক্ষক । এ বিষয়ে হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমানের  সাথে  যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি বিষয়টি দেখতেছি সেই সাথে ক্লাশটার এটিওর মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাচ্ছি৷                              দুপুর ১,৪২ মিনিটে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |