ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হামিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুণ ইউনিয়নের আরিফের ইট ভাটার পিছনে অবৈধ্যভাবে ফসল মাঠের মাঝে পুকুর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধ্যভাবে বালু উত্তোলণ করায় হামিদুর রহমানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন । সোমবার (২৪ আগস্ট) ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের আদেশক্রমে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল নোমান সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে হামিদুর রহমান (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন। ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের আনিছুর রহমানের ছেলে হামিদুর রহমান । সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল নোমান সরকার, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার পাম্প বা ড্রেজিং এর মাধ্যমে অবৈধ্যভাবে অনুমতি ছাড়া ভূ-গর্ভস্থ বালু উত্তোলন এর অপরাধ আইনের ১৫ (১) ধারায় হামিদুর রহমান (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। এ সময় হামিদুর রহমান কে জিজ্ঞাসাবাদে তিনি নিজেই অপরাধের কথা স্বীকার করলে হামিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও মোহাম্মদপুর ও নারগুণ ইউনিয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলণ করে রাখে বালু মহল ব্যবসায়ীরা। আর কয়েকটি মাহিন্দ্র ট্রলি সেই বালু বহণ করায় ট্রলি চালকদের নিষেধ ও হুশিয়ারী প্রদান করেন ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল নোমান সরকার আরও জানান, প্রকৃতি পরিবেশ ঠিক রাখার জন্য ও জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে ।