ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রুপালী ব্যাংকের কর্পোরেট শাখায়  অগ্নিকাণ্ড

রহমত আরিফ গড়েয়া ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে রুপালী ব্যাংক লিমিটেডের ঠাকুরগাঁওকর্পোরেট শাখায় জেনারেটর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবাা ১২:৪৫  ঘটিকার সময়  শহীদ  মোহাম্মদ আলী সড়ক  ঠাকুরগাঁও  সমীর  কুমার রায়ের   ভবনের চতুর্থ তলা মার্কেট এর  রূপালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও কর্পোরেট শাখা দ্বিতীয় তলায়  জেনারেটরে  অগ্নিকান্ড ঘটে  পরে  ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিস, ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার  বিদ্যুত চলে গেলে ব্যাংকের নিজস্ব বিদ্যুত ব্যবস্থার জন্য জেনারেটর চালু করা হয় দুুপরের দিকে জেনারেটর বিস্ফরিত হয়ে আগুনের সূত্রপাাত  পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুণ নেভানো সম্ভব হলেও জেনারেটর সহ জেনারেটর পাশে কিছু ইলেকট্রনিক্স তার এবং  কাগজপত্র পুড়ে যায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো: রফিকুজামান  বলেন বুধবার দুপরে দেড়টার দিকে ঠাকুরগাঁও রুপালী ব্যাংক কর্পোরেট শাখায় আগুনের সুত্রপাত হয়। এ সময় ঠাকুরগাঁও  ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুণে জেনারেটর পাশে কিছু ইলেকট্রনিক্স তার এবং  কাগজপত্র পুড়ে যায়।
জেনারেটরের আনুমানিক মূল্য ১০০০০০ টাকা বলে জানা যায় ।
 ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভিরুল ইসলাম বলেন,রুপালী ব্যাংকে আগুণ লাগার খবর শুনে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়। ঠাকুরগাঁও রুপালী ব্যাংকের কর্পোরেট শাখায়  অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণ করেছে। এ  ঘটনায় জেনারেটরটি সম্পূর্ণ নষ্ট হয়ে  গেছে ।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |