ডোমারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয়পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার সকালে ডোমার রেলওয়ে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে কেক কাটার পর একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডোমার নাট্য সমিতির মিলনায়তনে পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন,বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক তৌহিদা জ্যোতি, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সার্জেন্ট তোহিদুল ইসলাম (অবঃ), পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মতিয়ার রহমান প্রমূখ।