তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবস পালিত

আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
গতকাল দুপুরে তেঁতুলিয়া ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে। মডেল মসজিদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম,নর্দার্ণ টেকনো ট্রেড কোঃ লিমিটেড এর ঠিকাদার মোঃ নাজমুল হক, গণপূর্ত বিভাগের এসডি ইএম,মোঃ আব্দুল মতিন,উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ খলিলুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) মোঃ আতিউর রহমান,সেকান্দার আলী ও নিজাম উদ্দীন প্রমূখ। শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়