ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে আজকের শিশুরা আগামীতে এ দেশকে আরো উচুতে নিয়ে যাবে …জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কেশবপুর (যশোর)  প্রতিনিধি : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, বাংলাদেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে, আজকের শিশুরা আগামীতে এ দেশকে আরো উচুতে নিয়ে যাবে।সেজন্য শিশুদেকে মানুষের মত মানুষ হতে হবে। বৃহস্পতিবার সকালে যশোরের কেশবপুর পাবলিক ময়দানে ৫ দিন ব্যাপি চতুর্থ কাব ক্যাম্পুরি ও নবম স্কাউটস সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন, যশোর জেলা স্কাউটস কমিশনার আব্দুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর হোসেন, যশোর জেলা স্কাউটস লিডার রজব আলী, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, জেলা কাব লিডার মহিদুল ইসলাম, কেশবপুর উপজেলা স্কাউটস কমিশনার মো. নূরুল ইসলাম খান, সম্পাদক দ্বীন ইসলাম, চৌগাছা উপজেলা স্কাউটস কমিশনার নূরুল ইসলাম, উড ব্যাজার শফিউর রহমান, কেশবপুর স্কাউটস কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবু, কেশবপুর স্কাউটস লিডার নজরুল ইসলাম, কাব লিডার রেজাউল করিম প্রমুখ। এবারের সমাবেশে ১৫০টি কাব দল ও ১০২টি স্কাউটস দল অংশ নিয়েছে। তিনটি ভেনুতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কেশবপুর পাবলিক মাঠের ভেন্যুর নামকরণ করা হয়েছে স্কাউটার কফিল উদ্দিন সাব ক্যাম্প, কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ মাঠের ভেন্যুর নামকরণ করা হয়েছে স্কাউটার গোলাম মোস্তফা সাব ক্যাম্প ও কেশবপুর কলেজ মাঠের ভেন্যুর নামকরণ করা হয়েছে স্কাউটার ইকবাল হোসেন সাব ক্যাম্প। ১৫০টি কাব দল কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ ভেন্যু, কেশবপুর পাবলিক মাঠের ভেন্যুতে ৪৪টি ও কেশবপুর কলেজ ভেন্যুতে ৫৮টি স্কাউটস দল অংশ নিয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |     ‘আয় বাঙ্গালি খাই বাঙ্গালি’ মেহেরপুরের গাংনীতে ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন     |