ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধনবাড়ি পৌর মেয়র বিএনপির জনপ্রিয় প্রার্থী এসএমএ ছোবহান উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়িতে পৌরসভা নির্বাচনে নৌকার শ্লোগান দিয়ে বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় বিএনপির মেয়র প্রার্থী এসএমএ ছোবহানসহ অন্তত দশজন আহত হয়। এছাড়া হামলাকারীরা চার শতাধিক চেয়ার, দশটি মোটর সাইকেল, একটি জিপ গাড়ি ভাংচুর করে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন এসএমএ ছোবহান। লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার সন্ধ্যায় ধনবাড়ির নওয়াব ইন্সটিটিউট প্রাঙ্গণে বিএনপি মেয়র প্রার্থী নির্বাচনের কেন্দ্র কমিটি গঠনের জন্য যান। এর একটু পরেই ৪০ থেকে ৫০ জন লোক নৌকার শ্লোগান দিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মেয়র প্রার্থী ছোবহানসহ নেতা-কর্মীরা আহত হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ধনবাড়ি থানা ও নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উল্লেখ্য, ধনবাড়ী পৌর এলাকার বিভিন্ন সূত্র থেকে জানাযায়, বিএনপির পৌর মেয়র প্রার্থী এসএমএ ছোবহান তার ব্যাপক সমর্থণ ও বেশী জনপ্রিয়তা থাকায় আওয়ামীলীগের নৌকার প্রতিকের সমর্থনকারীরা বেপরোয়া হয়ে এসএমএ ছোবহান ও তার কর্মীদের উপর হামলা করে গুরুত্বর আঘাত করে। এই ঘটনাকে কেন্দ্র করে ধনবাড়ী বিএনপির নেতা কর্মীরা প্রশাসনের নিকট আসন্ন এ পৌরসভা নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ ভোটগ্রণের জন্য ইসি ও প্রশাসনের সঠিক পদক্ষেপের দাবী জানিয়েছেন। বিএনপির প্রার্থী এসএমএ ছোবহান জানান, নিরপেক্ষ, সঠিক ভোট গ্রহন হলে আমি ধানের শীষে প্রতিকে আল্লাহর রহমতে নিশ্চিত বিজয়ী হবো।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |