নন্দীগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় বগুড়ার নন্দীগ্রামে পালিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান, হযরত আলী, মামুনুর রশিদ, তাঁতী লীগের সভাপতি আবু নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, ছাত্রলীগ নেতা আহসান হাবিব সজিব, আল জাহিদ, রিপন আহমেদ, সোয়ানুর রহমান, রাব্বি হাসান, আশিক, ভিপি সৌরভ, মিশকাত রাসেল সহ দলীয় নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।