পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবাসন প্রকল্পে বসবাস কারীদের জন্য মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আবু তাহের আনসারী পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবাসন প্রকল্পে বসবাস কারীদের ইবাদত বন্দেগী করার জন্য মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ শুক্রবার সকালে তেঁতুলিয়া উপজেলার বুড়াবড়ি ইউনিয়নের মনিকো এলাকায় আবাসন প্রকল্পের আওতায় মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া মোনাজাতের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।