পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলিত হরিজন এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

আবু তাহের আনসারী পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলিত হরিজন এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষার্থীর মাঝে দুই লাখ ৫৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজঅ মাহমুদুর রহমান ডাবলু। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রাকিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাসুদুল হক,বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও কবির হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে ২৬ জন দলিত,হরিজন এবং অনগ্রসর শিক্ষার্থীদেও হাকে চেক তুলে দেওয়া হয়।