পঞ্চগড়ে কুপে পড়ে মৃগী রোগীর মৃত্যু ,

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে কুপে পড়ে তাহেরুল (২৫) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মালিকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহেরুল ওই এলাকার মোস্তফা বাচ্চুর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তাহেরুল পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তাদের নিজ বাড়ীতে অবস্থিত কুপে মধ্যে হাত মুখ ধৌত করতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর কুপের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন পানিতে ডুবে তাহেরুল নামে এক মৃগী রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।