পঞ্চগড়ে পাট চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি:জেলা পর্যায়ে পাট চাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার মো. রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন কুমার রায়,পঞ্চগড় পাট অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা মো. আবু এহিয়া, পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন. জেলা পাট চাষি সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক,জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।
সভায় পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।