পঞ্চগড়ে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালো মা

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালো মা। নেশার টাকা না পাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে কুপিয়ে মা জয়তুন বেগমকে (৫০) হত্যা করে ছেলে শহিদুল ইসলাম (৩৫)। শনিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটে। মাকে হত্যার পর ছেলে পালিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসি। নিহত জয়তুন বেগম ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসি জানায়, দুুপুরে বাড়ির পাশে কাজ করছিল জয়তুন বেগম। মাদক সেবনের জন্য শহিদুল তার মায়ের টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল ধারালো অস্ত্র দিয়ে তার মাকে আঘাত করে। এসময় জয়তুনের চিকৎকারে এলাকাবাসিরা সেখানে গিয়ে দেখেন জয়তুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ছেলে শহিদুল দৌড়ে পালাচ্ছে। এলাকাবাসিরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হোসেন জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
এলাকাবাসিরা জানান, শহিদুল ইসলাম এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই মাদক কেনার টাকার জন্য বাবা মা ও বোনকে মারধর করতো সে। তার এমন আচরণের কারণে কয়েক বছর আগে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তার উৎপাত বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়। কয়েক মাস আগে সে জেল থেকে বেরিয়ে আসে। তারপর সে আবারো নেশায় আসক্ত হয়ে পড়ে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম জানান, গলায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নারীর লাশ ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা শহিদুলকে ধরতে অভিযান শুরু করেছি।