ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে বসত ভিটায় সন্ত্রাসী হামলা দোকান ঘর ভাংচুর

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে জায়গা দখলকে কেন্দ্র করে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটায় সন্ত্রাসী হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংখা করা হচ্ছে। আজ (১৭অক্টোবর) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের পার্বতীপুর- সৈয়দপুর সড়কের বান্নির ঘাট নামক স্থানে বিনয় চন্দ্রের বসতভিটায় এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, একই এলাকার পশ্ববর্তী সর্দারপাড়া লাইনেরপাড় গ্রামের মোকছেদুল,নেজাম, কামাল সহ ১৪/ ১৫ জনের একটি লাঠিয়াল বাহিনী হাতে লাটি ও দেশীয় ধারালো অস্ত্রে আকষ্মিক হামলা চালিয়ে বসত ভিটার বাড়ীর দরজা ভেংগে গৃহবধু পারুল রানী (৪২) ও মেয়ে বিউটি রানী(১৮) ও বাড়ীর সামনে মুদি দোকানে বসে থাকা সুমির (১৬) উপর ক্ষিপ্ত হয়ে হামলা মারপিট ও স্লিলতাহনী ঘটায়। এসময় ওই দোকান ঘর ভাঙচুর চালিয়ে অপর একটি নির্মানাধীন দোকানের টিন বাঁশ ও বেশ কিছু আসবাবপত্র
লুটে নেয় হামলাকারীরা। এর আগে জায়গা দখলের চেষ্টায় ওই স্থানে বালু ফেলে ও বাশের বেড়া দিয়ে ঘেরা বেধে দেয় তারা।
মডেল থানার এ এস আই আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |