বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট সকাল ১১ টায় খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) মো. গাজিউর রহমান।
কমিউনিটি পুলিশিং ফোরাম খানপুর ইউনিয়নের সদস্য সচিব মো.আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সাম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক মুহম্মদ আসিফ ইকবাল সনি, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ, শেরপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, খানপুর কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মো. মুকবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম সহ খানপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।