ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে প্রায় ৩’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাদশা আলম: শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী সাহেব আলী(৩৬) ও আজিজুল হক(২৪)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ এর সদস্যরা।
৩ নভেম্বর মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে শেরপুর উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ (দশমাইল) এলাকা থেকে মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার সাহেব আলী নন্দীগ্রাম উপজেলার কালাইচাপড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ও আজিজুল হক একই উপজেলার বিশা(পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি বস্ত্র বিতানের সামনে ৩ নভেম্বর মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে মাদক ব্যবসায়ী সাহেব আলী ও আজিজুল হক একটি মোটর সাইকেল নিয়ে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব-১২ এর সদস্যরা ঘটনাস্থলে পৌছি ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করে। পরে ওইদিন রাতেই গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে থানাসুত্রে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা গ্রহন করে জেল হাজতে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |