বাগাতিপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা।

ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বাগাতিপাড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এর নেতৃত্বে উপজেলার জামনগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় সরকার এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামকে এক হাজার টাকা এবং ওই একই বাজারে মূল্য তালিকা না থাকায় একই ধারায় বক্কার স্টোর কে তিন হাজার টাকা ও তমালতলা বাজারে লক্ষী ভান্ডার মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়। এতে বাগাতিপাড়া উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে মোট অাটহাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম জানান, মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, অধিকমূল্যে পণ্য বিক্রয় না করা, এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ এবং বাগাতিপাড়া মডেল থানার এসআই মোস্তফা সহ থানার একটি চৌকস টিম ও স্থানীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।