বাতেন খাঁর মোড়ে আগুনে ভষ্মিভূত ৬টি দোকান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার শহরের বাতেন খাঁর মোড়ে বুধবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডের প্রায় ৬ টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধাঘন্টার অগ্নি নির্বাপণ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস কর্মী আমিনুল এহসান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে এর কিছু আলামতও আমরা লক্ষ করেছি। আগুনে ৬টি দোকানের ১৫ থেকে২০ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন বলে জানান।