ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ১৮ মাস বয়সী সন্তানের মাকে অপহরণের অভিযোগ॥ অপহৃতাকে উদ্ধারে সহায়তা কামনা

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে ১৮ মাস বয়সী সন্তানের মাকে সুকৌশলে অপহরণ করে আত্মগোপনের অভিযোগ উঠেছে। ঘটনায় অপহৃতার পিতা বাদী হয়ে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানায় দায়েরকৃত এজাহারে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউপি’র পলাশবাড়ী (মন্ডলপাড়া) গ্রামের আতাবুর রহমানের মেয়ের পারিবারিকভাবে গত ৩ বছর পূর্বে বিয়ে হয় পার্শ্ববর্তী ধর্মপুর ইউপি’র কামদেবপুর গ্রামের এক ছেলের সাথে। বিয়ের পর তাদের ঔরসে দাম্পত্য জীবনে এক সন্তান জন্ম হয়ে এখন প্রায় ১৮ মাস বয়স চলছে। আতাবুর রহমানের মেয়ের বিয়ের পর সংসার চলাকালে একই গ্রামের আজাহার আলীর পুত্র নুর ইসলাম কৌশলে মেয়ের ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে প্রায় কথা বলতো। গত ১০ অক্টোবর শনিবার উক্ত মেয়েটি স্বামীর বাড়ী হতে পার্শ্ববর্তী রাণীপুকুর ইউপি’র দক্ষিণ জগতপুর হেমন্তবটতলাস্থ স্থানে হোমিও ঔষধ নিতে এলে নুর ইসলাম ও তার পরিবারের লোকজনের এক অপরের সহায়তায় মেয়েটিকে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে বিরলের দিকে যায়। সংবাদ পেয়ে আকতাবুর রহমান ও তার জামাইয়ের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও মেয়েটির সন্ধান না পাওয়ায় পরদিন রবিবার আতাবুরের জামাই ঘটনা উল্লেখ করে বিরল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করে। কিন্তু দীর্ঘ প্রায় ১২ দিনেও মেয়ে উদ্ধার না হওয়ায় এবং অপহরণকারী নুর ইসলাম মোবাইল ফোনে কথা বললেও ঠিকানা না বলায় আতাবুর রহমান বাদী হয়ে নুর ইসলামসহ ৪জনকে আসামী করে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনায় অপহৃতার পিতা আতাবুর রহমান অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী এবং অপহরণে সহায়তাকারীদের আটকের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |