বীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥- দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের রামিছা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রামিছা আক্তার ওই এলাকায় মো. রশিদুল ইসলামের মেয়ে। রশিদুল ইসলাম জানান, বাড়ির পুকুর পাড়ে বিকেলে খেলছিল আমার মেয়ে। বাড়ির লোকজনের অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজার পর রামিছার লাশ পাওয়া যায়। স্থানীয় মেম্বার ননী গোপাল জানান, রামিছার পুকুরে পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে লোকমুখে জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত শিশুটির লাশ দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।