বোদায় আরো দুইজন করোনা রোগী শনাক্ত

পঞ্চগড়ের বোদায় আরো নতুন করে দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ১৪ জুলাই দিনাজপুর পিসিআর ল্যাব করোনার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
তিনি জানান, আক্রান্ত রোগী বোদা পৌরসভার কর্মকর্তা, অপরজন বোদা পৌর সদরের বাসিন্দা ঔষধ ব্যবসায়ী। করোনা শনাক্ত হওয়ার তাদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
এ নিয়ে বোদা পৌরসভার ২ জন কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
পঞ্চগড় জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮০ জন, সুস্থ হয়েছেন ১৩৭ জন আর মারা গেছেন ৪ জন।