বোদায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় এক কেজি গাঁজাসহ আনছার আলী (৪৫) ও ফারুক (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। আজ রবিবার সন্ধায় বোদা পৌরসভা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এলাকা থেকে আটক করা হয়। আনছার আলী (৪৫) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিপুর হাজীপাড়া গ্রামের মৃত গোলজার হোসেন ছেলে, মো: ফারুক (৩৮) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিপুর হাজীপাড়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে এসআই জাহিদসহ পুলিশের একটি চৌকসদল মাদক ব্যাবসায়ী আনছার আলী ও ফরুককে চ্যালেন্স করলে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। বোদা থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।