ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন সতেরো বছর বয়সি ভিনিসিয়াস!

স্পোর্টস ডেক্স : রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা হিসেবে অনেকেই ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাচ্ছেন। কারণ তার মধ্যে যে সেই সম্ভাবনা আছে। তার কিন্তু বয়স মাত্র ১৭। অথচ এরই মধ্যেই রপ্ত করেছেন ফুটবলের অবিশ্বাস্য সব স্কিল। আর ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদের এই তারকা সুযোগ পেলেই রিয়াল মাদ্রিদকে প্রশংসায় ভাসাচ্ছেন। এবারো হলো না তার ব্যতিক্রম। জানিয়ে দিলেন চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদেরই সাপোর্টার তিনি।ব্রাজিলের গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, আমিনেইমারের প্রশংসা করি। সে আমাকে অনেক উপদেশ দেয়। কিন্তু আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদেরই সাপোর্ট করব।কিছুদিন আগেই ফ্লামেঙ্গোর হয়ে শিরোপা জিতেছেন ভিনিসিয়াস। ফাইনালে দারুণ এক গোলও করেছেন তিনি। এই প্রসঙ্গে ভিনিসিয়াস বলেন, আমার বয়স যখন ১০ বছর, তখন থেকেই আমি এই স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন এবার সত্যি হয়েছে।এদিকে সামনেই বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের জন্য ব্রাজিল এখন দল গুছিয়ে নিচ্ছে। সেখানে কি ভিনিসিয়াসকে দেখা যাবে?ভিনিসিয়াস বলেন, আমি বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখি এবং আমি আমার সেরাটা দিতে চাই। কিছুদিন আগে রোনালদিনহোর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, সব সময়ই বিশ্বকাপে কিছু তরুণ তারকা সুযোগ পেয়ে থাকে অভিজ্ঞতা অর্জনের জন্য। তাই টিটের কাছ থেক একটা কল পেতেই পারি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |