মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড

আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় আশরাফুল আলম (৩০) নামের এক যুবককে মাদক সেবনের দায়ে ১০ (দশ) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (১০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের মোস্তফা সুপার মার্কেট থেকে আশরাফুল নামের এক ব্যক্তিকে মাদক সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয় ।
তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দন্ডাদেশ প্রদান করেন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, এসআই আব্দুল লতিফ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুদুল হক।