ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ॥ ৪ জনকে জরিমানা

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং কালকিনি উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর যৌথ অভিযানে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কালকিনি উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জারিমানা করা হয়।
সোমবার দুপুরে র‌্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয় । অভিযান পরিচালনার সময় ৪ জন জাল বিক্রেতার কাছ থেকে ২০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল (আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উদ্ধারকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |