মেহেরপুরের গাংনীতে ঘুমন্তাবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে নানা বাড়ি সহড়াবাড়িয়ায় বেড়াতে এসে আলালউদ্দীন (১২) নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। আলালউদ্দীন উপজেলার মটমুড়া ইউপির কুমারীডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আলালউদ্দীন তার নানা বাড়ি সহড়াবাড়িয়ার আব্দুর রশিদেও বাড়িতে বেড়াতে আসে। রাতে ঘুমিয়ে পড়লে ঘুমন্তাবস্থায় সাপে কামড় দেয় । বাড়ির লোকন বুঝতে পেরে মারাত্মক অসুস্থ অবস্থায় সকালে ওঝার কাছে নেওয়ার পথে সে মারা যায়। এব্যাপারে সহড়াবািড়য়া গ্রামের আওয়ামীলীগ নেতা আহা আলী জানান, সাপের কামড়ে মারা যাওয়ায় আলালউদ্দীনের লাশ দাফনের জন্য কুমারীডাঙ্গা গ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে। পুলিশ ঘটনা নিশ্চিত করেছেন।