ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে ধর্ষনের শিকার প্রতিবন্ধীর সন্তানের পিতৃ পরিচয় মিলছেনা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ধর্ষনের শিকার বাকপ্রতিবন্ধী তাপসীর সন্তানের পিতার পরিচয় মিলছেনা। পিতার পরিচয় সনাক্ত করতে বানারুল ইসলাম নামের এক ব্যক্তির ডিএ’নএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষা করা হলেও তার সাথে মিলছেনা শিশুর পিতৃপরিচয়। এনিয়ে বাক প্রতিবন্ধীর পরিবার চরম বিপাকে পড়েছে। তাপসী খাতুন কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের আনারুল ইসলামের মেয়ে ও বানারুল একই গ্রামের রাহিল উদ্দীনের ছেলে।
তাপসীর মা ফিরোজা খাতুন জানান,তার বাক প্রতিবন্ধী মেয়ে তাপসীকে ধর্ষনের ঘটনায় প্রতিবেশি বানারুলের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৮। তাং ০৬.০৮.২০২০ ইং। মামলায় কয়েকমাস জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে ধর্ষক বানারুল ইসলাম। গত ৬ নভেম্বর রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাপসী একটি কন্যা সন্তান প্রসব করলেও বানারুলের সাথে তাপসীর কন্যার ডিএন এ টেস্ট মিল নেই বলে পুলিশ জানিয়েছে। তবে তাপসী বাকপ্রতিবন্ধী হলেও আদালত সহ সকলকে জানিয়েছে বানারুল তাকে ধর্ষন করেছে। বানারুল প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারনে সে মামলা তুলে নেয়া সহ নানা ভাবে হুমকি দিচ্ছে।
বাকপ্রতিবন্ধী তাপসীর নানী আনোয়ারা খাতুন জানান,প্রতিবেশি রহিল উদ্দীনের ছেলে বানারুল তাপসীকে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষনের কারনে গর্ভবর্তী হয়ে সন্তান প্রসব করেছে তাপসী। আমরা দরিদ্র মানুষ তিনবেলা আমাদের ভাত জোটেনা। বিচার না পেলে স্ব পরিবারে মৃত্যু ছাড়া কোন পথ নেই তাদের।
তাপসীর মামাতো ভাই মকলেচুর রহমান জানান,মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বানারুল কতিপয় সমাজপতিদের নিয়ে নানা অপপ্রচার করছে। এদিকে ধর্ষন মামলার আসামী বানারুল ইসলাম দাবি করেছেন তিনি এ ঘটনার সাথে জড়িত নয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুমন জানান,মামলার আসামী বানারুলের সাথে শিশুর ডিএনও টেস্টে মিল নেই। একারনে তাপসীর সাবেক স্বামীর ডিএনও টেস্ট করা হবে। এছাড়া তাপসী আদালতকে জানিয়েছে বানারুল তাকে ধর্ষন করেছে। তাপসীর সন্তানের সাথে বানারুলের ডিএনও টেস্টে মিল না হলেও ধর্ষনের সাথে বানারুল জড়িত বলে স্থানীয়া জানিয়েছে। মামলা তদন্ত শেষ করতে আরো কিছু সময় লাগবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |