মেহেরপুরের সহড়াতলায় অগ্নিকান্ডে তামাকসহ ঘর পুড়ে ছাই

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামে অগ্নিকান্ডে তামাকসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছ্।ে এ ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার দিবাগত রাতে সহড়াতলা গ্রামের আবেদ আলীর ছেলে মশিউর রহমান ওরফে টেনুর তামাক ঘরে আগুন লেগে ক্ষতি হয়েছ্।ে ক্ষতিগ্রস্ত মশিউর রহমান জানান, রাতে তামাক ঘরে তামাক জ্বালানো শেষে বাড়িতেই অবস্থান করছি। বাড়ি পৌঁছানোর ঘন্টা খানেক পর প্রতিবেশীরা খবর দেয় তামাক ঘওে আগুন লেগেছ্।ে এ সময় প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে াানতে পারিনি। ততক্ষণে আমার লক্ষাধিক টাকা মূল্যের তামাক পুড়ে ছাই হয়ে গেছে।