ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে কোলড্রিংস ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদরের ঝাউবাড়ীয়া গ্রামে কোলড্রিংস ভেবে কীটনাশক পান করে অবুঝ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শিশুর মরদেহ ঢাকা থেকে গ্রামে নিয়ে আসা হলে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে তার লাশ দাফন করা হয়। নিহত শিশু তাহসিন (৪) ঝাউবাড়ীয়া গ্রামের শাহজামাল খানের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত শুক্রবার সকালে শাহজামাল একটি কোলড্রিংস এর বোতলে নিয়ে আসে। ক্ষেতে কীটনাশক ¯েপ্র করার করার জন্য নিয়ে আসে। মাঠে যাওয়ার আগেই ঘটে যায় বিপত্তি। শিশু সন্তান তাহসিন কোলড্রিংস ভেবে পান করে। ঘটনা জানাজানি হলে তাড়াতাড়ি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাক্তার অবস্থা খারাপ দেখে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। একদিন পর রোগির অবস্থা আশংকাজনক হলে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বিকেলে শিশুটি মারা যায়।
এব্যাপারে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান কোলড্রিংস ভেবে বিষপানে শিশুর মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |