ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে সুষ্ঠু শান্তিপূর্ণ পৌরসভানির্বাচনে যারা নির্বাচিত

শেখ সাইফুল ইসলাম কবির:কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার ৩য় ধাপের পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মহিলা ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২ টার পর বাড়ে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটার। তবে একাধিক কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। তবে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।

নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি, কোষ্টগার্ড, ডিবি সহ ছিল মোবাইল টিম। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহ প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিল। ৯টি কেন্দ্রে আনসার সদস্য ছিল ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম মনিরুল হক তালুকদার। যার কারনে ৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচনে ৫৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’।

নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে শাহিন শেখ (ডালিম), ২নং ওয়ার্ডে ইউনুছ আলী সরদার (উট পাখি), ৩নং ওয়ার্ডে আজিজুর রহমান মিলন (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে নান্না শেখ (পাঞ্জাবী) , ৫নং ওয়ার্ডে শংকর রায় (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে মোতালেব ফকির (পাঞ্জাবী), ৭নং ওয়ার্ডে অলিউর রহমান সুজন (উটপাখি), ৮নং ওয়ার্ডে রেদোয়ানুল করিম (পানির বোতল) , ৯ নং ওয়ার্ডে মহিদুল শেখ (পানির বোতল) বেসরকারি ভাবে কাউন্সির নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসন ১,২,৩ ওয়ার্ডে হীরা বেগম (আনারস), ৪,৫,৬ ওয়ার্ডে রোকেয়া বেগম ( টেলিফোন) ও ৭,৮,৯ নং ওয়ার্ডে সাদিয়া সুলতানা (চশমা) বিজয়ী হয়েছেন।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |