ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ শুরু।।

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ১৯ জুলাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) – জাইকা’র আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে ট্রাইকো কম্পোস্ট ও কুইক কম্পোস্ট বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ কনফারেন্স রুমে ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জাইকার কর্মকর্তা সুহান সোহান।
এ ছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে এ  কার্যক্রমের আওতায় উপজেলার ১৭৫ জন কৃষক- কৃষাণিকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম দিনে ২৫ জন কৃষক-কৃষাণীকে নিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়।
প্রসঙ্গত: এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক-কৃষাণীরা নিরাপদ সবজি উৎপাদনে অনেক লাভোবান হবেন বলে সংশ্লিষ্ট কৃষি দপ্তর জানিয়েছেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |