ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসায় আঠারোবেকী নদীর দু’পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

রূপসা প্রতিনিধি: বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব এএইচএম আনোয়ার পাশা বলেছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প ছিল নদী খনন। যা আজ সমাপ্তি হয়েছে। নদী এবং আভ্যন্তরীন খাল খননের কারনে জলাবদ্ধতা হ্রাস পেয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের জলপথে আমদানী, রপ্তানি সহজ হয়েছে। নদী এলাকার মানুষ অর্থনৈতিক ভাবে আজ স্বাবলম্বী। এ কারনে নদীর দু’পাড়ে বনায়ন ও সবুজ বেষ্টনীর সৃষ্টি হলে এ দেশের মানুষ উপকৃত হবে এ কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীর দুপাড়ে খোলা জায়গায় ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচি সফল হলে যেমনি ভাবে মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে তেমনি ভূমিদস্যুদের কবল থেকে নিরাপদ থাকবে সরকারী ভূমি। তিনি গত ২৭ আগষ্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার পউব, খুলনা কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিন-পশ্চিম অঞ্চল বাপাউব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: রফিক উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যশোর পওর সার্কেল সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ, নির্বাহী প্রকৌশলী, খুলনা পওর বিভাগ মো: আশরাফুল আলম, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ হুমায়ুন কবীর, উপ-সহকারী প্রকৌশলী আ: সোবহান হাওলাদার, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সারাফাত হোসেন মুক্তি, ইউপি সদস্য সজিব আহম্মেদ মোল্লা প্রমুখ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |