ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় মুক্তিযোদ্ধা রবীন বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের মৃত নিরোদ বিশ্বাসের পুত্র মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাসের নামে বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ডোবা গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার দুপুরে রূপসা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে গ্রাম বাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিখিল চন্দ্র মল্লিক। লিখিত বক্তব্যে তিনি রবীন বিশ্বাসের মুক্তিযোদ্ধার সনদের বিষয়টি সম্পূর্ন ভূয়া এবং তিনি সরকারী তালিকায় নাম অন্তর্ভূক্ত করে গত ১৫ বছর ধরে ২১ লক্ষাধিক টাকা ভাতা গ্রহন করেছেন বলে উল্লেখ করা হয়। নিখিল মল্লিক লিখিত বক্তব্যে বলেন রবীন বিশ্বাস মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে সমাজের নানাবিধ অপকর্ম সহ সরকারী সকল সুবিধা ভোগ করে আসছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় রবীন বিশ্বাসের পুত্র সমিত বিশ্বাস চুলাই মদ তৈরীর সাথে জড়িত। গত ৯/১১/২০ তারিখ রাতে সুজন নামে এক সুপারী চোরকে গ্রাম বাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করার জন্য সিরাজুল ইসলামের নিকট হস্তান্তর করলে রবীন বিশ্বাস ও তার পুত্র উক্ত চোরকে তার ভ্যান সহ ছেড়ে দেয়। গ্রামবাসী মক্তিযোদ্ধা রবীন বিশ্বাসের অপকর্মের তদন্তপূর্বক মুক্তিযোদ্ধা সনদপত্র বাতিলের জন্য দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, রবীন দাশ, শান্তিরাম মল্লিক, ব্রজেন মজুমদার, বিজয় মজুমদার উজ্জল দাস, গোবিন্দ বিশ্বাস, নরেশ দাস, স্বজল বৈরাগী, বিষ্ণু বিশ্বাস, তপন দাশ, বিকাশ দাস, নিশিকান্ত মজুমদার,পংকজ শিকদার, সুলতন মালী, প্রসেনজিত দাস, লেলিন বৈরাগী, গৌতম দাশ, লিংকন বৈরাগী, বিশ্বজিত দাস, মিলন মল্লিক প্রমুখ।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |