শিশুবক্তা রফিকুল ইসলাম আটক

রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নেত্রকোনার পূর্বধলা থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাবের দায়িত্বশীল একটি সূত্র।
এর আগে ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশু বক্তা’কে আটক করে মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।