ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকের মারপিটে আ.লীগ কর্মীর মৃত্যু

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের জামুন্না স্যানাপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবকলীগের হাইব্রীড নেতার মারধরে আওয়ামীলীগ কর্মী আব্দুল হালিম (২৬) ১৮ আগস্ট মঙ্গলবার সকালে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে গাড়িদহ ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে মুত্যুর খবর প্রচার হওয়ায় হাইব্রীড নেতারা গা ঢাকা দিয়েছে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নরে গাড়িদহ মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন সবুজ ৩ বছর আগে ছাত্রদল থেকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে যোগদান করে। পরে শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগে সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেয়। পদ পাওয়ার পর থেকে একই ইউনিয়নের রহমান নগর গ্রামের ফজলুল হকের ছেলে সাবেক শিবির কর্মী মুহায়মিনু, বাংড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে কাওছার ও গাড়িদহ মধ্যপাড়া গ্রামের মকবর আলীর ছেলে শাহিনসহ কয়েকজনকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে কোয়ালিটি ফিড ও গাড়িদহ সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এই অবস্থা দেখে গাড়িদহ মধ্যপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হালিম চাঁদা তুলতে নিষেধ করে। এরই জের ধরে গত শুক্রবার বিকেলে কোয়ালিটি ফিড কেম্পিানীর পাশে জামুন্না স্যানাপাড়া এলাকায় তাকে একা পেয়ে হাইব্রীড স্বেচ্ছাসেবকলীগ নেতার নের্তৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হালিমের উপর হামলা করে। এতে হালিমের ডান হাতের ৫ টি আঙুল কেটে যায় ও ডান পা ভেংগে যায়। পরে সন্ত্রাসী বাহিনী তাকে গাড়িদহ বাসষ্ট্যান্ড এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হালিম মারা যায়। মৃত্যুর খবর প্রচার হওয়ায় শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজসহ তার ক্যাডার বাহিনী গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এলাকাটি শেরপুর থানার অর্ন্তভূক্ত নয় বলে তিনি দাবী করেন।
এ প্রসঙ্গে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, বিষয়টি জানা নাই, তবে অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |