ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আলিফ ডায়াগনষ্টিকে ডিজিটাল মেশিন স্থাপন

আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গাস্থ শিববাড়ি মোড়ে অবস্থিত আলিফ ডায়াগনষ্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে।
রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পরীক্ষার মাধ্যমে এ মেশিন স্থাপন করা হয়। এ ব্যাপারে আলিফ ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক সাজেদুল ইসলাম মন্ডল জানান, দীর্ঘদিন ধরে পরিচালিত এ ডায়াগনষ্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন না থাকলেও নিখুঁতভাবে গরিব ও অসহায় মানুষের অতি স্বল্পমূল্যে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে রিপোর্ট প্রদান করা হয়। স্থানীয় মানুষজনের আস্থাভাজন ও প্রয়োজনীয়তা বিবেচনায় এ ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়। এখানে নাক, কান, গলার চিকিৎসা, মেডিসিন, সার্জারি, যৌন-চর্ম, এলার্জি, বাত-ব্যাথা, প্যারালাইসিস, শিশু ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদেরকে সু-চিকিৎসা প্রদান করেন। এক্স-রে, ইসিজি, সর্বাধুনিক হাইরেজ্যুলেশন, আল্ট্রাসনোগ্রাম, এ্যানালাইজার মেশিনে রক্তের বায়োকেমিষ্টিসহ সবধরণের প্যাথলজি পরীক্ষা করা হয়ে থাকে। তিনি আরও জানান, দিন-রাতব্যাপী স্থানীয় গরিব ও অসহায় রোগীদের সেবায় প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক নিয়োজিত।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |