সুন্দরগঞ্জে আ’লীগ নেতাকে হয়রাণির অভিযোগ

আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিবুল আলম মন্ডল শাহীনকে মাদক কারবারিতে জড়িয়ে হয়রাণির চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সন্ধ্যায় পৌরশহরে রামডাকুয়া মহল্লায় অবস্থিত তিস্তার শাখা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের নিকট মোটরসাইকেল রেখে এর পাশাপাশি অবস্থানে ছিলেন আ’লীগ নেতা শাহিবুল আলম মন্ডল শাহীন। এরই ফাঁকে মোটরসাইকেলের নিকট কে বা কারা রুমালে মোড়ানো মাদকদ্রব্যের পোটলা রাখে। এ ব্যাপারে পুলিশকে খবর দিলে থানার এসআই শামছুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি অবগত হন। পরবর্তীতে পুলিশকে মিথ্যা তথ্য প্রদানের সূত্র ধরে শাহিবুল আলম মন্ডল শাহীন একই ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মজির বিরুদ্ধে জেলা আ’লীগের সভাপতি/সাধারন সম্পাদক ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়কসহ সকল যুগ্ম আহ্বায়কগণের নিকট অভিযোগ দায়ের করেন। এর পরবর্তীতে থানায় একটি জিডি করেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি, বিভিন্ন পদস্থ অন্যান্য সদস্যগণসহ ৯৬ জনের স্বাক্ষরিত অভিযোগে শাহিবুল আলম মন্ডল শাহীন উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মজিবর রহমান মজি তাকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রাণি করার হুমকী প্রদানসহ গভীর ষঢ়যন্ত্র করছে। এ নিয়ে মোবাইলফোনে পৃথক পৃথকভাবে কথা হলে বেলকা ইউনিয়ন আ’লীগের সভাপতি ওসমান গণি সরদার, সদস্য গোলজার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জু, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আহসান আজিজ সরদার মিন্টুসহ অনেকেই অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, দলের আসন্ন সভায় এ ব্যাপারে ব্যাবস্থা নেয়া হবে। তবে, ইতোমধ্যে একাধিকবার বিষয়টি মিমাংসার চেষ্টা করেও সম্ভব হয়নি।
জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক অভিযোগপ্রাপ্তির কথা জানিয়ে বলেন, জেলা আ’লীগের আগামী সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। থানার এএসআই বদিউজ্জামান জানান, শাহিবুল আলম মন্ডল শাহীনের জিডি প্রেক্ষিতে তদন্তপূর্বক বিষয়টি মিমাংসার ব্যবস্থা চলছে (জিডি নং ১০৩, তাং- ০৩-০৮-২০২০ইং)।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, শাহীবুল আলম মন্ডল শাহীনের অভিযোগের প্রেক্ষিতে থানায় সাধারন ডাইরী মূলে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।