সুন্দরগঞ্জে পাঠাগার সম্প্রসারণের আশ্বাস

আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গাস্থ মোহনা পাঠাগার সম্প্রসারণে আশ্বাস প্রদান করেছেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
মঙ্গলবার বিকেলে পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আশ্বাস প্রদান করেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। পাঠাগারের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জাপার রেজাউল হক রেজা, প্রভাষক রাকিব হাদিউল ইসলাম, পাঠাগারের সাধারণ সম্পাদক সাইদার রহমান মন্ডল, উপজেলা জাতীয় মহিলা পার্টির নেতা আক্তার বানু, ফারজানা ববি রজনী প্রমূখ।